দর্শনা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় মদ্যপানে পর্যটকের মৃত্য।

  • আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল ১৭৬ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন।
রোববার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত যাপন করেন। রাতে সঙ্গে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার্ড করেন। তারা সেখানে না গিয়ে পুনরায় হোটেলে অবস্থান করেন। পরে বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুনরায় হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন। আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন। নিহতের সঙ্গে থাকা বন্ধু হাবিব জানান, রোববার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন শাপলা নিউজ কে বলেন সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম শাপলা নিউজ কে বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় মদ্যপানে পর্যটকের মৃত্য।

আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল ১৭৬ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন।
রোববার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত যাপন করেন। রাতে সঙ্গে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার্ড করেন। তারা সেখানে না গিয়ে পুনরায় হোটেলে অবস্থান করেন। পরে বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুনরায় হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন। আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন। নিহতের সঙ্গে থাকা বন্ধু হাবিব জানান, রোববার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন শাপলা নিউজ কে বলেন সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম শাপলা নিউজ কে বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।