দামুড়হুদায় যৌথ অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
তহিরুল ইসলাম : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী ইকরামুল হাসান (৪২) পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফেনসিডিলসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১৪ জন স্টাফ, ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ জন সদস্যসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হাসানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১৮৫ বছর ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আসামিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।