টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে অসহায় দুস্ত ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:৩০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় অসহায় দুস্ত ও শারীরিক প্রতিবন্ধী, রোজাদারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) টঙ্গীর নতুন বাজার শারিরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প কারখানা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। টঙ্গী পর্ব থানা যুবদলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ মাহমুদ হাসান রাজু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন, সাধারণ সম্পাদক মোঃ গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বেনজির রহমান খান পিন্টু, আহবায়ক সদস্য রিগ্যান রহমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা মোঃ মাসুদ রানা, আবুল কালাম আজাদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আব্দুল খালেক, মোকতাদীর আহম্মেদ লিপু মোল্লা, গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, মাহবুবুর আলম দিপু,মোঃ রাকিব হাসান, আব্দুল কুদ্দুস, আলী হোসেন, আলমগীর হোসেন পাঠান,আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।