মহেশপুর প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিয়েছে বিএসএফ দুই ব্যক্তি অবৈধপথে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়।
শুক্রবার সকাল ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই বাংলাদেশি হলো মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী।
বিজিবি জানায় বুধবার রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয় দুই বাংলাদেশি। পরে বিএসএফ আটকদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বেনীপুর বিজিবি অধীনস্থ সীমান্ত কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন। পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।
আটক বাংলাদেশি নাগরিক লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ছাড়া অপর আটক নারী বাংলাদেশিকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মহেশপুর থানা সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।