চুয়াডাঙ্গায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৪:৫২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
শাপলা নিউজ : চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির তাকর্মীদের নিয়ে দিনব্যাপী জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে আয়োজিত এই কর্মশালাটি চলে দিনব্যাপী। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বিষয় ছিল, আগামী রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ। কর্মশালার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাড. নেওয়া হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব এড কামরুল হাসান প্রমুখ। এছাড়া কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষকদল যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।