বিদেশি প্রভুদের সহযোগিতায় আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র চলছে-আমিনুল হক
- আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
শাপলা নিউজ ডেক্স : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন , দেশের ভেতর থেকে বিদেশি প্রভুদের সহযোগিতায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে গুলশান-২ নম্বর গোলচত্বরে গুলশান, বনানী, ভাষাণটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী স্বৈরাচারদের নির্মূল করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনও তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে, যা দুঃখজনক। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভিত্তি ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা দিয়েছেন। এই রূপরেখা ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আমিনুল হক আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ছাত্র-জনতার সাম্প্রতিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে, যা এখনও ভোলার নয়। দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। সরকারের যে কোনো ভুলের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ হবে। এজন্য সবাইকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বিএনপি নেতা কামাল জামান মোল্লা জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন না করা পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। গোলচত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুন। বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, যুবদল মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির। এর আগে দুপুরে পল্লবী থানা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক।