দর্শনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগমনে প্রস্তুতিসভা
- আপডেট সময় : ০৪:২০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান আগামী ১৭ জানুয়ারি আসবেন চুয়াডাঙ্গা। জামায়াতের আমীরের আগমনে ব্যাপক প্রস্তুতি চলছে। এ লক্ষে গতকাল বুধবার রাতে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে জামায়াতে ইসলামীর প্রস্তুুতি সভার সভাপতিত্ব করেন জামায়াত নেতা সুলতান রেজা সুমন। মাওলানা মনজুরুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, প্রফেসর ডাঃ ইয়ামিন হোসেন রবি, রাবি প্রধান, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু। অন্যান্যের মধ্যে ছিলেন, দর্শনা পৌর জামায়াতের নায়েবে আমির গোলজার হোসেন, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, দর্শনা পৌর বায়তুল মাল আব্দুর রহমান, মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।