আঃ সাত্তার গাজী ইসলামীক প্রি-ক্যাডেট এন্ড হায় স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপডেট সময় : ০৮:৫৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
নিউজ ডেক্স : টঙ্গীর আরিচপুর বৌ বাজার গাজী বাড়ি মোড় এলাকায় অবস্থিত স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সাত্তার গাজী ইসলামিক প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয় ভবন প্রাঙ্গণে সকল অভিভাবকদের উপস্থিতিতে এই ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আঃ সাত্তার গাজী ইসলামীক প্রি-ক্যাডেট এন্ড হায় স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গাজী নাসির উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ কুদরত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, হাফেজ মোঃ মিনাজুল ইসলাম রাফি, সিনিয়র শিক্ষক বাদশা আলমগীরের উপস্থাপনায় স্কুলের সকল শিক্ষক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। স্কুলের পক্ষ থেকে বার্ষিক ফলাফল ও পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।