টঙ্গী তিস্তা গেটে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
জনগণের প্রতিষ্ঠা অধিকারের জন্য সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে-সরাফত হোসেন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি টঙ্গী তিস্তা গেইট ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) রাতে তিস্তা গেইট এলাকায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি সরাফত হোসেন। তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনকালে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিলো না। গণমানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং নিষ্পেষিত সুবিধা বঞ্চিত গণমানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে যেনো আমরা জনগণের পাশে থেকে কাজ করতে পারি সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক সদস্য ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কমিশনার আলহাজ্ব নূর মোহাম্মদ, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক চেনার সহ-সভাপতি সোহরাব হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সালাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সাইফুল, গাজীপুর মহানগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা কামরুল হাসান সাইম, ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বিপ্লব হোসেন প্রমুখ। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন টঙ্গি পূর্ব থানা ওলামাদলের সভাপতি আবু তাহের।