দর্শনা পারকৃষ্ণপুরে পিকনিকের মাইক বাজানো বন্ধ করতে বলায় মোস্তাককে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৪:৩৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
তহিরুল ইসলামঃ শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা চলাকালীন দর্শনা পারকৃষ্ণপুরে পিকনিকের আয়োজনে উচ্চ স্বরে মাইক বাজিয়ে আনন্দ-উৎসব করেছে বেশ কয়েকজন। রাতভর মাইক বাজানোর কারণে ঘুমের ব্যাঘাত ঘটে গ্রামবাসির। এর প্রতিবাদ করে মাইক বন্ধ করতে বলার কারণে মোস্তাক নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। গত পরশু শুক্রবার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর দক্ষিণপাড়ার আশিক, জাহিদ, আবু সাঈদ, তরিকুল ও সাব্বির সহ বেশ কয়েকজন পিকনিকের আয়োজন করে গ্রামের একটি বাগানে। সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত উচ্চ স্বরে মাইক বাজিয়ে উৎসব করায় অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে। শনিবার সকালে দক্ষিণপাড়ার ছবির আলীর ছেলে মোস্তাক আলী (৪০) পিকনিক স্থলে গিয়ে উচ্চ স্বরে মাইক বাজানো বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান মোস্তাক।।