দর্শনা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ধ্বংস করতে ভারত গণমাধ্যমকে ব্যবহার করছে : মেজর হাফিজ

  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে

জালাল উদ্দিন/তহিরুল ইসলাম : বাংলাদেশ কারও জন্য হুমকি নয়। তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক ছিলো। রাজনীতিবিদরা সেটি নষ্ট করেছে। আমরা একটি উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকার সম্মান দেখতে চাই।তিনি বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, এটাই ভারত সরকারের সবচেয়ে বড় ভুল। তিনি আরও বলেন,  বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই। বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।’হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ সাহসী তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে, তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব। প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশকে ধ্বংস করতে ভারত গণমাধ্যমকে ব্যবহার করছে : মেজর হাফিজ

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

জালাল উদ্দিন/তহিরুল ইসলাম : বাংলাদেশ কারও জন্য হুমকি নয়। তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক ছিলো। রাজনীতিবিদরা সেটি নষ্ট করেছে। আমরা একটি উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকার সম্মান দেখতে চাই।তিনি বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, এটাই ভারত সরকারের সবচেয়ে বড় ভুল। তিনি আরও বলেন,  বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই। বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।’হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ সাহসী তরুণ সমাজ। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে, তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব। প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।