বিএনপি’র কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইতে বললেন সাবেক পৌর মেয়র।
- আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৬৩২ বার পড়া হয়েছে
শাপলা নিউজ:-
দলীয় কর্মীদের মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম ও বিএনপি’র সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দীন।
বুধবার বিকেলে দর্শনা জয়নগর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, আপনারা মনে রাখবেন, শুধু বিএনপি সমর্থকদের ভোটে কিন্তু আমরা নির্বাচিত হতে পারবো না। সাধারণ জনগণের ভোটেই আমাদের নির্বাচিত হতে হবে। আজকের মাধ্যমে যাঁরা পৌর, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত আছেন ও যারা ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, আপনাদেরকে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাহাবুব হাসান খাঁন বাবু ভাইয়ের ধানের শীষে ভোট চেয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।
দর্শনা বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, ছাত্র দলের আহ্বায়ক আরাফাত, সঞ্চালনা করেন লিখন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকন, হাবিবুল্লাহ, নাশিদ উদ্দীন খেজুর, জালাল উদ্দীন লিটন,সবুজ, পলাশ ,আরিফুল, ওসমান, রশীদ সহ্ আরো অনেকে।