জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু।
- আপডেট সময় : ০৯:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
শিমুল রেজা:-
জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে মোহাম্মদ আলী মন্ডল(৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আলী উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের উত্তর পাড়ার মৃত আলম মন্ডলের ছেলে।সে পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী ছিলেন। এ ঘটনার সময় তার সাথে থাকা ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি যশোর সাতমাইল বাজারে কলা বিক্রি করতে যান।কাজ শেষে ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে রাতে একটি যাত্রীবাহী বাসে বাড়ীর উদ্দেশে রওনা দেন।
বাসটি কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে যাত্রী ও বাসের সুপারভাইজার বিষয়টি বুঝতে পেরে তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেন। বাসটি হাসাদাহ পৌঁছালে অচেতন অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।পরিবারের লোকজন প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুজ্জামান সন্টু জানান,মোহাম্মদ আলী একজন পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন ও উপার্জনের টাকা দুটিই হারিয়েছেন।বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। তবে এলাকাবাসী জানান, চলন্ত বাসে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারটি দু:খজনক। তবে যে কোন পরিবহনে ওঠার আগে নিজেকে সতর্ক অবস্থায় রাখতে হবে এবং অপরিচিত কোন মানুষের দেয়া কোন কিছু না খাওয়ার পরামর্শ দেন তিনি