কালের নতুন সংবাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।
- আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার, স্টাফ রিপোর্টার:
কালের নতুন সংবাদ ১০ম বছরে পদার্পনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে এবং কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী সদস্য আমিনুল হক সাদী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দর্পণ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক দিনকালের কটিয়াদী উপজেলা প্রতিনিধ ও কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার বাচ্চু মিয়া ও উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজ তাড়াইল উপজেলা প্রতিনিধি মজিবুল হক চুন্নু সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কালের নতুন সংবাদের সাফল্য কামনা করে সকলে এক যোগে কাজ করার আহবান জানান।