নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ সেমিনার।
- আপডেট সময় : ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার কিশোরগঞ্জেন প্রতিনিধি :-
কুলিয়ারচরে রামদী ইউনিয়নের আয়োজনে ইনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ মূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
২৫ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো:শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা,বিশেষ অথিতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কায়ুম, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আওয়াল তালুকদার,ইউপি সদস্য মো:শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাফী উদ্দিন শাফী, গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান ও সভাপতি আবু বাক্কার সিদ্দীক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ, কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ এবং সকল শ্রেনী পেশার লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ইউপি সদস্য মাইনুল কবির।
অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যন্য বক্তারা নারী নির্যাতন ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।এবং এ সকল বিষয়ে বিস্তর আলোচনা করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
অনুষ্ঠান শেষে গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়।