উছমানপুরে মাদকের বিরুদ্ধে সেমিনার।
- আপডেট সময় : ০৮:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার, প্রতিনিধি কুলিয়ারচর:-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উছমানপুর ইউনিয়নের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট বিকাল তিন ঘটিকার সময় কাশ্মিরী আইডিয়াল স্কুল মাঠে উছমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো:লিটন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো:এনায়েত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো:কামরুল ইসলাম মুছা, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: আবুল কাসেম,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,উছমানপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো:আজিজুল সিদ্দিকী,সাধারণ সম্পাদক মোকাব্বির হোসেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাহিম আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সঙ্গঠনের নেতৃ বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।সমাজের সকল অপকর্মের মূল এই মাদক। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদকে নির্মূলে ধ্বংস করতে হবে।