কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা।
- আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার কুলিয়ারচর প্রতিনিধি:- আজ থেকে কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল।বলেছেন, ভৈরব কুলিয়ারচরের সার্কেল এএসপি নাজমুল সাকিব।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সর্বসাধারণের মত প্রকাশের লক্ষ্যে ওপেন হাউস ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা ব্যক্ত করে বলেন, আজ থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল। শুধু মাদক বহন কারি নয়, মাদকের উৎস খুজে বের করতে হবে,মাদক কারবারীর অর্থের উৎস খুজে বের করতে হবে।এবং কুলিয়ারচরে মাদক আসার সকল পথ রুদ্ধ করতে হবে।
১৬ আগষ্ট সকাল দশ ঘটিকার সময় কুলিয়ারচর থানার হলরুমে অফিসার ইনচার্জ মো:হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তার স্বাগত বক্তব্যে জনগণের সেবায় নিজেকে সর্ব সময় সর্বাত্তক ভাবে নিয়োজিত রেখেছেন এ কথা ব্যক্ত করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল অপরাধ দমনে জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো:নুরুল মিল্লাত,মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু,উপজেলা নায়েবে আমির মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচরের ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুল্লাহ আনোয়ার।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম,সদস্য সচিব ফয়সাল আহাম্মেদ রাজীব সহ বিভিন্ন অঙ্গ সঙ্গঠনের নেতৃ বৃন্দ গণ , সাংবাদিক বৃন্দ গণ ও সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খোকন চন্দ্র সরকার।