নিখোজের একদিন পর ঘাসক্ষেতে জাহাঙ্গীরের লাশ।
- আপডেট সময় : ০৭:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় মো: জাহাঙ্গীর মিয়া (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। জাহাঙ্গীর মিয়া বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে।পেশায় ছিলেন বাশঁ বেতের কারিগর।
৩ জুলাই বিকাল সারে পাচঁ ঘটিকার সময় ফুটবল খেলার বাচ্চারা রক্তাক্ত লাশ দেখতে পায়।
জানা যায়, গতকাল ২ জুলাই সন্ধ্যা থেকে জাহাঙ্গীর মিয়া নিখোঁজ হয়।নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পিছনে ঘাস ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
নিহতের ফুফাতো ভাই মো: ইউনুস মিয়া জানান, গতকাল বিকাল ৬ টা বাজে আমার দোকানে তার সাথে আমার সর্বশেষ দেখা ও কথা হয়।
পুলিশ সূত্রে জানায়, ধারনা করা হচ্ছে কোন পূর্ব শত্রুতার জেরে গলায় রশি বেধেঁ পিছন দিক থেকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে।তাই নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন জানান,এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।