চুয়াডাঙ্গায় টিসিবি পণ্য বিক্রিতে খামখেয়ালিপণা সদর ইউএনও বলছেন- সামনের দিনে সব ঠিক হয়ে যাবে।
- আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
শাপলা নিউজ:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিক্রিতে খামখেয়ালিপণার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া চলছে।
প্রাপ্ত তথ্য প্রকাশ,বেগমপুর ইউনিয়ন ভেঙ্গে নতুন নেহালপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে।কিন্তু, স্হানীয় সরকার নির্বাচন না হওয়ায় কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই।৩৬ জুলাই রেভ্যুলেশনের আগে থেকেই প্রশাসক নিয়োগের মাধ্যমে জন সেবামুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বেগমপুর ইউনিয়ন পরিষদের সেক্রেটারি হাফিজুর রহমান পিন্টু নব গঠিত নেহালপুর ইউনিয়নের সেক্রেটারি হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
টিসিবি পণ্য বিক্রি কর্মকান্ডে তিনি জানান,টিসিবি পণ্য বিক্রি চলছে ২ দিন ধরে।নেহালপুর ইউনিয়ন পরিষদে খোঁজ নেন।
পরবর্তীতে, ইউনিয়ন পরিষদে একজন স্মার্টগার্ডধারী গেলে তাকে পণ্য নেই বলে ফিরিয়ে দেয়া হয়।
আবার, সেক্রেটারি হাফিজুর রহমান পিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-বিষয় ইউএনও অফিস নিয়ন্ত্রণ করে।সেখানে খোঁজ নিতে পারেন।এ দিকে, পরিবেশক সহযোগী ফরজ জানায়,গতবার অতিরিক্ত কিছু মাল বেশি আসায়।এবার ১২ জনের মাল কম এসেছে।আর, এখানে লুকোচুরির সুযোগ নেই।সবকিছু সার্ভারে এন্টি করা হয়। ফরজ আরো জানায়,ফ্যামিলি কার্ডধারিরা কবে ও কোথায় টিসিবি পণ্য বিক্রি হবে।সেটা সামনের দিন থেকে মাইকিং করে হলেও জানিয়ে দেয়া হবে।এ ব্যাপারে নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।তবে, বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে,তিনি শাপলা নিউজকে জানান-“স্মার্টের কাজ এখনো চলমান।সময়ের তালে তালে সবকিছু ঠিক হয়ে যাবে।প্রতিটি ফ্যামিলি কার্ডধারী যথানিয়মে আগামী দিনে যাতে টিসিবি পণ্য পেতে পারে সে ব্যাবস্হা নেয়া হবে