জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে নারী নির্যাতন মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার।
- আপডেট সময় : ০১:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তারিখে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহফুজ ইমতিয়াজ ভূঞা। তার নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই মোঃ লুৎফর রহমান, এসআই রিফাত সিকদার এবং এএসআই আলী আকবরসহ সঙ্গীয় অফিসার ফোর্স।
অভিযানে প্রথমে গ্রেফতার করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি তাহির মিয়াকে।
তিনি ৬নং রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা নম্বর ৮, তারিখ ১৪ জুন ২০২৫, ধারা ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী মামলা রয়েছে। তাহির মিয়াকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াগাঁও বাজার সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতার করা হয় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইমন মিয়াকে।
তিনি আহমদাবাদ কুবাজপুর গ্রামের বাসিন্দা।
ননজিআর-৪৭/২৪ (জগন্নাথপুর) মামলার আসামি ইমনকে বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অপু মিয়াকে।
তিনি কবিরপুর গ্রামের বাসিন্দা এবং জিআর-৪৫/২৫ (জগন্নাথপুর) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
তাকে গ্রেফতার করা হয় শিবগঞ্জ বাজার এলাকা থেকে।
গ্রেফতারকৃত তিন আসামিকেই যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি শাপলা নিউজ কে বলেন অপরাধ দমন ও থানা এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহতি থাকবে।