দর্শনা থানা পুলিশ কতৃক চোরাই ট্রাক সহ চোর আটক
- আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম শিকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া একটি চোরাই ট্রাক সহ রিয়াদ হোসেন @ রিদয় (২৪) নামে এক চোরকে আটক করেছে। রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন বেগমপুর হাটপাড়া গ্রামস্থ কেরু কোম্পানীর কৃষি ফার্ম সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। যাহার মডেল নং-১৬১৫EX2, ইঞ্জিন নং-B5.91451071K63629330, চেচিস নং-MAT395022H2R18711, রেজি নং-ঢাকা মেট্রো-ট-২০৮০৩১ আটককৃত মোঃ রিয়াদ হোসেন @ রিদয় (২৪) দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর টাড়ার মোঃ শফি উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১০(দশ) টি চুরি এবং ০১(এক)টি মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ডে আছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।