শিরোনাম :
কাডধারীদের মধ্যে প্রতি কেজি ১৫/টাকা দরে ৩০ কেজি চাউল বিক্রয় করছে মদনা পাকপুষ্ট ইউনিয়ন।
- আপডেট সময় : ০৫:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
দর্শনা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নির্দিষ্ট কাডধারীদের মধ্যে প্রতি কেজি ১৫/টাকা দরে ৩০ কেজি চাউল বিক্রয় করছে। এখনো পর্যন্ত যে বস্তায় এই চাউল গুলি বিক্রি করা হচ্ছে সেই বস্তার গায়ে লেখা আছে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। আমার প্রশ্ন বাংলাদেশ কি এখনো শেখ হাসিনার? তবে বস্তার গায়ে কেন লেখা শেখ হাসিনার বাংলাদেশ? মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক খাদ্য অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা বিভাগ, খুলনা, জেলা খাদ্য নিয়ন্ত্রক,চুয়াডাঙ্গা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দামুড়হুদা, খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এর সাথে জড়িত! কোন উদ্দেশ্যে, কেন এখনো শেখ হাসিনার বাংলাদেশ এই কথাটি চালের বস্তার গায়ে লেখা থাকবে আমরা এর সুনির্দিষ্ট জবাব চাই। এর সাথে জড়িত শেখ হাসিনার দোসরদের উপযুক্ত বিচার ও শাস্তি চাই। লেখাটি সবার কে শেয়ার করার অনুরোধ করেছেন মদনা পার্কে একটু করে ইউনিয়নের সভাপতি শফিউল্লাহ শফি।