দর্শনা সুলতানপুর বিজিবির স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান ৪০ লাখ টাকার সোনার গহনা উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিসঃ দর্শনা সুলতানপুর বিজিবি সদস্যরা স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার সোনার গহনা উদ্ধার করেছে। আটক হয়নি পাচারকারীচক্রের কোন সদস্য। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদের নির্দেশে সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়ায়। সিমান্তের ৭৭/৫ পিলারের আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি। সকাল পৌনে ১০ টার দিকে সন্দেহজনক তিন ব্যক্তি মোটরসাইকেল যোগে সীমান্ত থেকে দর্শনার অভিমুখে যাওয়ার সময় গতিরোধ করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি পিছু ধাওয়া করলে মোটর সাইকেলের পেছনে থাকা আরোহী একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে পালায়। পরে বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগ থেকে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য মূল্য ৪০ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের গহনা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়ে বলে জানিয়েছে বিজিবি।