চুয়াডাঙ্গায় আজ থেকেই ইট প্রস্তুত বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শনিবার থেকেই জেলার সকল ইটভাটায় ইট প্রস্তুতসহ যাবতীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রাত ১০টায় সমিতির জেলা কার্যালয়ে জরুরী সভায় সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন বলেন, কেন্দ্রীয় ইটভাটা মালিক সমিতি কর্তৃক ইটভাটার বিষয়ে অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদে সারাদেশ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলার ইট ভাটা মালিক সমিতি এক জরুরী বৈঠক শেষে সিদ্ধান্ত গ্রহণ করে। একই সাথে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে। ঘোষিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- আগামী ৪ মার্চ সকাল ১১ টায় জেলার চারটি উপজেলায় বিক্ষোভ শেষে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা। ১১ মার্চ মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্ব স্ব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা। জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোতালিব, সহ-সভাপতি আসিরুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন লিটন, কোষাধ্যক্ষ আবিদুদ্দোজা কেবল, নির্বাহী সদস্য হায়দার আলী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন ও মেহেদী খান প্রমুখ।