দর্শনা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলায় কোটি টাকা মূল্যের কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আটক ১

  • আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় : দেখা গেছে কুষ্টি পাথরটিতে খোদাই করে বসানো হয়েছে মোট ১৪টি মূর্তি!! ভারত পাচারকালে প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ ও থানা পুলিশ। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেঃ মো. সাইফুল্লাহ নাঈম ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ র‌্যাব-১৩ ও থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে জনৈক মো. খোরশেদ আলম (৫০) এর বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী এর ছেলে মো. আক্কাছ আলী (৫২) কে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে, ওই বসতবাড়ির দক্ষিণ দিকের লাউ গাছের মাচার নিচে প্রায় ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ, যাহার মধ্যে একটি সরস্বতী ও লক্ষ্মী মূর্তিসহ মোট ১৩ টি ছোটমুর্তি খোদাই করা আছে এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একটি মামলার রুজু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অপরজনকে আটক করার চেষ্টা চলছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে মূর্তিটি জমা প্রদানের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জ উপজেলায় কোটি টাকা মূল্যের কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আটক ১

আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় : দেখা গেছে কুষ্টি পাথরটিতে খোদাই করে বসানো হয়েছে মোট ১৪টি মূর্তি!! ভারত পাচারকালে প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ ও থানা পুলিশ। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেঃ মো. সাইফুল্লাহ নাঈম ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ র‌্যাব-১৩ ও থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে জনৈক মো. খোরশেদ আলম (৫০) এর বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী এর ছেলে মো. আক্কাছ আলী (৫২) কে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে, ওই বসতবাড়ির দক্ষিণ দিকের লাউ গাছের মাচার নিচে প্রায় ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ, যাহার মধ্যে একটি সরস্বতী ও লক্ষ্মী মূর্তিসহ মোট ১৩ টি ছোটমুর্তি খোদাই করা আছে এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একটি মামলার রুজু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অপরজনকে আটক করার চেষ্টা চলছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে মূর্তিটি জমা প্রদানের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।