কেরুর শ্রমিক ইউনিয়নের নফর সংগঠনের অফিস উদ্ধোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : আগামী কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর সংগঠনের অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে আনন্দ বাজার সংলগ্ন সংগঠনের স্থায়ী কার্যালয় উদ্ধোধন উপলক্ষে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরুর ডিস্টিলারি বিভাগে কর্মরত আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করে অত্র সংগঠনের মুখপাত্র কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর, তিনি তার বক্তব্যে বলেন আমি গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রথম নির্বাচন করেছিলাম । গত নির্বাচনে সময় পেয়েছিলাম ১৫ দিন। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার শ্রমিক ও কর্মচারি ভায়েদের ব্যপক সাড়া পেয়েছিলাম। শ্রমিক ও কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আর বলেন শ্রমিকরা যে সম্মান আমাকে দিয়েছে আশা করি এবার ও সকল শ্রমিকরা আমার পাশে থাকবে। বিগত দিনে আমি আমার শ্রমিক ভাইদের পাশে ছিলাম ভবিষ্যতে শ্রমিক-কর্মচারিদের সুখে দুখে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরুর মিল হাউজ বিভাগে কর্মরত শান্তি মিয়া , ব্রয়লার হাউজ বিভাগে কর্মরত রিংকু মিয়া, গ্যারেজ বিভাগে কর্মরত সাগর মিয়া ,আকরাম আলীে , পরিবহন বিভাগে কর্মরত সোহান প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচলনা করেন কেরুর জামে মসজিদের পেশ ইমান শামসুজ্জোহা।