আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ফেলেছিল-মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
শাপলা নিউজ ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ফেলেছিল, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট কায়দা রাষ্ট্র পরিচালনা করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। এর আগে, এই ক্রীড়াঙ্গন কোনো দিন দলীয়করণ করা হয়নি। কিন্তু তারা দলীয়করণ করেছে। যার ফলে ট্যালেন্টেড খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পায় নাই। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর সিটিক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছিলেন। তিনি আরও বলেন আজকে আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের সবচেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য এবং মেধার চর্চা। এখানে সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে যেন ভালো খেলোয়াড় তৈরি হয়। তিনি বলেন একটা রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আগে আমরা কখনো দেখি নাই। এটা আধুনিক রাজনীতিতে একটা আধুনিক চিন্তা। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, ‘আমাদের তরুণরা, যুবকেরা ক্রিকেটের খুব ভক্ত। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। আমাদের সৌভাগ্য আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি একজন জাতীয় ফুটবলার। জাতীয় দলের খেলোয়াড়। তিনি যে রাজনীতিতে এসছেন, এতে রাজনীতি সমৃদ্ধ হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের সঙ্গে ক্রীড়াঙ্গের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে ক্রিকেটের যে উৎকর্ষ সাধন হয়েছে, সেখানে আরাফাত রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহবায়ক আখতার হোসেন,এস এম জাহাঙ্গীর হোসেন,মোস্তাফিজুর রহমান সেগুন,আফাজ উদ্দিন আফাজ,এ বি এম এ রাজ্জাক,ফেরদৌসী জামান মিষ্টি,সদস্য বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সদস্য ও সমন্বয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য শাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ । সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন উড়ানো এবং শান্তির প্রতীক পায়রা ছেড়ে দিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর শুরু হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যেখানে পল্লবী থানা এবং দক্ষিণ খান থানার দল মুখোমুখি হয়। উভয় দলের প্রতিযোগিতামূলক খেলায় মাঠের উত্তেজনা তুঙ্গে উঠে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
####