রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমক্তি কামনায় টঙ্গীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমক্তি কামনায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে টঙ্গী দত্তপাড়া জহির মার্কেটে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই । তিনি বলেন, সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন বিএনপির কেউ যেনো চাঁদাবাজী, দখল বাজী না করে কেউ যদি চাঁদাবাজী দখল বাজী করে তার প্রমান পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আহবায়ক আঃ কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও গাজীপুর মহানগর তাঁতীদলের আহবায়ক তাজুল ইসলাম ব্যাপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, বিশেষ অতিথি এর বক্তব্যে তিনি বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। সেই জন্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। সেই ধ্বংসস্তুপ থেকে রাষ্ট্র সংষ্কার ও মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রুপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যান্ত জরুরি হয়ে পড়েছে, ৩১ দফার রুপরেখার মাধ্যমেই আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো । তিনি বলেন,পতিত আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে তারা গত ১৭ বছরে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে। এজন্য পরিশেষে পণ্য বাহী হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। গাজীপুর মহানগর শ্রমিক দলের আব্দুল মোমেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাট, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য কছিম উদ্দিন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির সরকার, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভেন্ডার, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সাহাবুদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের দলের সদস্য সচিব নিজাম তালুকদার এর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সদস্য সচিব তাজ উদ্দিন তাজু, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আতিক উল্লাহ মিন্টু, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ, বৃহত্তর পূর্ব থানা জিয়া পরিষদের সভাপতি রুবেল, বিশিষ্ট সমাজসেবক মনির মাতবর, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের পক্ষ থেকে মরহুম সফি উদ্দিন সরকার , সিরাজ উদ্দিন সরকার, সাহাজ উদ্দিন সরকার, এস কে মান্নান, শহর আলী, করিম মৃধা, আব্বাস আলী মৃধা, জয়নাল আবেদিন, রফিক উল্লাহ, রমজান আলী, ফালান মৃধা, ইসমাইল মৃধা, খোরশেদ আলী, তৈয়ব আলী, ইউসুফ আলী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।