নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ সফল করতে টঙ্গীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল সফল করতে টঙ্গীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় টঙ্গীস্ত চেরাগ আলী পাপ্পু সরকারের বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, আগামী ১১ই জানুয়ারি,২০২৪ শনিবার সকাল ১০ ঘটিকার সময় নুরল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হবে। উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কারারুদ্ধ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান শাহানুর ইসলাম রনি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম খান কালা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, বিএনপি নেতা আইয়ুব আলী, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, শেখ মোঃ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া, আজিজুল হক রাজু মাস্টার ও মোঃ আল আমিন ইসলাম স্বাধীন’র উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, সেলিম কাজল, আনোয়ার হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম ফরহাদ হোসেন, মহানগর যুবদলের সদস্য কাজী মাসুদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু সাঈদ সরকার, গাজীপুর পুবাইল থানা ছাত্রদলের সহ সভাপতি আরিফ দেওয়ান প্রমুখ।