গোমস্তাপুরে ডাকাত গ্রুপের সদস্যের ছেলে থানাকে উড়িয়ে দেওয়ার হুমকি!
- আপডেট সময় : ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গোমস্তাপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের হাতে সোপর্দ হওয়া ডাকাত গ্রুপের একজন সদস্যকে গ্রেপ্তার করার পর, ওই সদস্যের ছেলে থানার সরকারি নম্বরে কল দিয়ে থানাকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং মোবাইল ফোনে পুলিশকে হুমকিদাতার বিরুদ্ধে জিডি সহ তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছেন। সেই সাথে অভিযুক্ত ব্যক্তি আরগাড়া গ্রামের মৃত দানেশ আলির ছেলে রফিকুলকে এলাকা বাসী আটকে রাখাকে কেন্দ্র করে, তাকে গোমস্তাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবিষয়ে অভিযোগ কারি মোছাঃ হালিমা বেগম বাদি হয়ে গোমস্তাপুর থানায় নারী শিশু নির্যাতন আইনের মামলা দায়ের করেন। এছাড়াও সংশ্লিষ্ট ডাকাত গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।