টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান: ৫ ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
শাপলা নিউজ ডেক্স : টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারীকে আটক করেছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের নির্দেশে টঙ্গী পূর্ব থানা পুলিশ শুক্রবার (৩ জানুয়ারি) টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড ও আরিচপুর এলাকায় দিনভর পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৩ তারিখ- ০২/০১/২৫ এবং মামলা নং-০৫ তারিখ-০৩/১/২৫ আটককৃত আসামিরা হলো ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার লাইট্যামারি গ্রামের( বর্তমান স্টাফরুম নিকুঞ্জ) আঃ সালামের ছেলে গোলাম রাব্বি (২০), কুমিল্লা জেলার হোমানা থানার তালিমনগর গ্রামের মৃত মোমিন মিয়ার ছেলে জিসান আহমেদ (১৯), শরিয়তপুর জেলার ডামুড্যা থানার কুতুবপুর গ্রামের (বর্তমান আরিচপুর)
বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ (২৭),
নেত্রকোনা সদর উপজেলার তাতিউর গ্রামের (বর্তমান হারিকেন)শাহিদ মিয়ার ছেলে সুমন আহাদ(২৫) ও লক্ষিপুর জেলার রায়পুরা থানার দেনায়েতপুর গ্রামের (বর্তমান নিকুঞ্জ) রশিদের ছেলে সাজ্জাত(২৫) আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের পূর্বক কোট হাকতে প্রেরণ করেছে।