দর্শনায় অবৈধভাবে সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
দর্শন অফিস : দর্শনায় অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে মেসার্স আমিরুল ট্রেডার্সের এ অভিযান পরিচালিত হয়। জানাগেছে, অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে দর্শনা বাসস্ট্যান্ডে মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক আমিরুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ তাসফিকুর রহমান। এ অভিযানে সহযোগী হিসেবে ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। অভিযানের সময় দর্শনা বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক আমিরুল ইসলামের গুদামে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে মজুদকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়। গুদামে মজুদকৃত সার স্থানীয় ডিলারের মাধ্যমে এলাকার কৃষকদের মাঝে নির্ধারিত মূল্য বিক্রয় করে তার তালিকা উপজেলায় জমা প্রদানে নির্দেশ দেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি বিভাগ এবং দর্শনা পৌর হিসাব রক্ষক সরওয়ার হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।