সন্ত্রাস, মাদক, চাদাবাজ, দখল মুক্ত সমাজ গঠনে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০১:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস, মাদক, চাদাবাজ, দখল মুক্ত সমাজ গঠনে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে ৪৬/৪৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তিস্তাগেট থেকে মিছিলটি বের করে রেলস্টেশন রোড হয়ে নোয়াগাও হয়ে তিস্তাগেট এস শেষ হয়। জিয়ার সৈনিক এক হও এক হও। আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান, ৪৬ নং ওয়ার্ডে মাদক ব্যাবসা চলবে না এসব স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মুখরিত করে তোলে। এসময় নেতাকর্মীরা বলেন ৪৬ ও ৪৭ নং ওয়ার্ডে আজকের পর থেকে কেউ যদি মাদক ব্যাবসা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে এলাকাবাসী সবাইকে নিয়ে কমিটি গঠন করে সন্ত্রাস, চাদাবাজ ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে । ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেয়াকত আলী সার্বিক প্রচেষ্টায় আরো উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজ উদ্দিন, যুগ্ন-সম্পাদক আলামিন হোসেন, যুগ্ন সম্পাদক শাহিন চৌধুরি, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান্দু মিয়া, সহ-সভাপতি আসলাম উদ্দিন প্রমুখ।