গাজীপুর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ইজি বাইক সার্ভিস লিঃ এর ভলেন্টিয়ার প্রচরণা ও কার্যক্রম শুরু
- আপডেট সময় : ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর আলম : ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক শৃঙ্খলায় ফিরিয়ে সারা দেশের ন্যায় গাজীপুর মহানগর জুড়ে বাংলাদেশ ব্যাটারি ও মটর চালিত অটোরিক্সা, অটোবাইক সার্ভিস লিঃ এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে ভলেন্টিয়ার প্রচরণা কার্যক্রম ও ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার সময় টঙ্গীর পূর্ব থানার সামনে, মিলগেট ও চেরাগ আলী বেক্সিমকো রোডে ৩০ জন (ভলেন্টিয়ার) স্বেচ্ছাসেবকদের নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা কার্যক্রম শুরু করে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ ব্যাটারি ও মোটর চালিত অটোরিক্সা, অটোবাইক সার্ভিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম এর সার্বিক দিক নির্দেশনায় গাজীপুর মহানগর শাখার ব্যবস্থাপনা পরিচালক ও অডিট কর্মকর্তা মজিবুর রহমান রানার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে চাই। পাশাপাশি অটোরিক্সা চালকদেরকে প্রশিক্ষণ দিয়ে বিআরটিএ’র মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করে দূর্ঘটনা রোধে ভুমিকা রাখতে চাই। তিনি আরো বলেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম দেশের ৬৪ জেলায় ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়ানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাটারি ও মটর চালিত অটোরিক্সা, অটোবাইক সার্ভিস লিঃ এর গাজীপুর মহানগর শাখার মার্কেটিং ম্যানেজার আনোয়ারুল, টঙ্গী পূর্ব থানা আঞ্চলিক প্রতিনিধি মানিক, গাজীপুর মহানগর প্রতিনিধি মাসুদ রানা, সাদেক, মোকাদ্দেস, নেত্রকোনা জেলা অফিসের সহকারী ম্যানেজার বাচ্চু মিয়া, প্রতিনিধি অসীম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুবাইল থানা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম, টঙ্গী থানা শ্রমিক দলের সভাপতি মোরশেদ আলম খোকন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, টঙ্গী পূর্ব থানা লের সভাপতি জাকির হোসেন পুবাইল ৪২ নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।