টঙ্গী সরকারি কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃমোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন। বাংলা বিভাগের প্রফেসর কাজী রোমানা খাতুন। সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন,ইংরেজি বিভাগের প্রধান হাসিনা আক্তার খানম, অর্থনৈতিক বিভাগের প্রধান প্রফেসর সুরাইয়া পারভিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর নুসরাত বানু, সমাজকর্ম বিভাগের প্রধান ফেরদৌসী বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শরিফ হোসাইন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোসাঃ কানিজ নাসিমা, পদার্থ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মেহেরুন্নেসা, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর নাজমুন আরা, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড.মোসাম্মত তাসলিমা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মদিনা নূর কচি, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।