দর্শনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্মীয় সম্প্রীতিসভা
- আপডেট সময় : ০৪:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
শাপলা নিউজ প্রতিবেদকঃ “ধর্মের স্বাধীনতা রক্ষা কর, ফ্যাসিবাদকে ধ্বংশ কর” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে একটি শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ জাতী গঠনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। বিশেষ অতিথি ছিলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, দর্শনা পৌর জামায়াতে ইসলামীর আমীর সাহিকুল আলম অপু, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, হরিজন সম্প্রদায় নেতা অমর বাঁশফোড়, হিন্দু সম্প্রদায় নেতা অনন্ত কুমার শান্তারা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। চুয়াডাঙ্গা জেলা বৈষ¤্র বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি তানভির অনিকের সভাপতিত্বে সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্নআহ্বায়ক আবিদ হাসান রিফাত। স্বাগত বক্তব্য দেন, সোহান। অন্যানের মধ্যে আলোচনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা তৌহিদ, হৃদয়, নাইম, মাসুম, রিঙ্কু, মিম, রাতুল, ইয়াসিন, লিন্জা, নাকিব, আকাশ,শান্ত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন নাঈম ইসলাম, গীতা পাঠ করেন পল্টু শীল।