চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু র বিকল্প নেই।
- আপডেট সময় : ০৬:৫৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৯৭২ বার পড়া হয়েছে
শাপলা নিউজ ডেক্সঃ-
চুয়াডাঙ্গা জেলার কৃর্তি সন্তান,বিজিআইএমই র সভাপতি,দানবীর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি র সভাপতি দুঃসময়ের কান্ডারী মাহমুদ হাসান খান বাবু। যেনো তার বিকল্প তিনিই।
একজন সদালাপী,জনগনের বন্ধু বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু কে একজন জনবান্ধব ব্যক্তি এবং সেবক হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করা দলমত নির্বিষে সকলের দায়িত্বের মধ্যে পড়ে।
এদিকে,যারা মনে মনে ভাবছেন যে,রাজনৈতিক প্রতিপক্ষের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করলেই চুয়াডাঙ্গা-২ আসনের মহা বিজয়। তাদের ধারণা ভুল হতে বাধ্য। আগেই লিখেছি -“চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসন মানেই মাহমুদ হাসান খান বাবু।”বাবু খান মানে সবার বাবু খান। উন্নয়নের বাবু খান। জনগনের বাবু খান।
মাহমুদ হাসান খান বাবু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। কেননা,তিনি এরই মধ্যে বিজিআইএমই এর সভাপতি হওয়া মানে একজন উপমন্ত্রী পদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এটি চুয়াডাঙ্গা জেলার জন্য গর্বের বিষয়। এরইমধ্যে, বাবু খানের মর্যাদাগত সম্মান দেশের সীমানা পেরিয়ে বিশ্ব জুড়ে পৌছে গেছে।
আমরা চুয়াডাঙ্গা-২ আসনের জনগন যদি ঐক্যবদ্ধভাবে বাবু খানকে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায়। তাহলে,আমরা দৃঢ়তার সাথে আশা করতে পারি তিনি জনগনকে কখনো ভুলবেন না। তিনি এমপি হওয়া মানে বিএনপি র এমপি নন। তিনি জনগনের এমপি। তিনি জনগনের সেবক।চুয়াডাঙ্গা-২ জেলাবাসীর সৌভাগ্য যে, একজন দানবীর, সেবক, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। মিঃ খানের সম্মান রক্ষা করা এবার জনগনের কাঁধে পড়ে গেছে।
” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদ হাসান খান বাবুকে এমপি হিসেবে নির্বাচিত করতে প্রস্তুতি নিন। ”













