কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নিবার্চনকে ঘিরে পৃথক ভাবে কর্মী সমাবেশ
- আপডেট সময় : ০৩:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
জালাল উদ্দিনঃ কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নিবার্চন অনুষ্ঠিত হতে পারে আখ মাড়াই মরসুমের শেষের দিকে। এ নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে কেরুজ অঙ্গিনা। বিভিন্ন সংগঠনে শুরু হয়েছে সভা-সমাবেশ। সেই দল বদলের পালাও চলছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাবেক সভাপতি তৈয়ব আলী সংগঠনের পৃথক নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবুজ সংগঠনের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ফিরোজ আহমেদ সবুজ বলেন, হুমকি-ধামকি দিয়ে বিজয় ঠেকাতে পারবে না কেউ। কারণ আমি শ্রমিক স্বার্থে দায়িত্ব পালন করেছি। শ্রমিকদের আগলে রেখেছি, থেকেছি তাদের বিপদে পাশে। যে কারণে তাদের ভালবাসা পেয়েছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনেও গোপন ব্যালোটের মাধ্য শ্রমিক-কর্মচারী ভাই ও বন্ধুরা তার প্রমান দেবে। রবিউল ইসলাম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, মিরাজুল ইসলাম, কামরুল হাসান লোমান, মানিক হোসেন, আলী আহমেদ, গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন, গোলাম মওলা, জহিরুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ। পবিত্র কোরান তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন, কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিম নেছার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন হারিজুল ইসলাম। এদিকে তৈয়ব সংগঠনের নির্বাচনি কর্মিসভায় সাবেক সভাপতি তৈয়ব আলী বলেন, শ্রমিকদের জন্য নিজেকে উজার করেছি। চিনিকল রক্ষার পাশাপাশি উন্নয়নে আগামীতেও শ্রমিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। সে ক্ষেত্রে আমার সংগঠনের সকলেই একেক জন তৈয়ব। এ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক নেতা আব্বাছ আলী, জাহিদুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, মনিরুল ইসলাম।।