দর্শনা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটি গঠিত ,ডাঃ বশির আহবায়ক,প্রভাষক হাসান ইমাম সদস্য সচিব। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু । কুলিয়ারচরে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধার উপর আক্রমন, প্রতিবাদ করায় বাড়িছাড়া বিধবা। হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে পরিবহণ সেক্টরে চলছে স্বৈরাতন্ত্রের প্রতিচ্ছবি। চুয়াডাঙ্গার দর্শনার বাসস্ট্যান্ড এলাকার ওয়েল্ডিং মিস্ত্রী মনিরুলকে অপহরণ পর উদ্ধার। পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে শেষ হল শারদীয় দূর্গোৎসব। বিএনপি’র কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইতে বললেন সাবেক পৌর মেয়র। ১০টি অঞ্চলে তীব্র ঝড়ের আভাস।

মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে পরিবহণ সেক্টরে চলছে স্বৈরাতন্ত্রের প্রতিচ্ছবি।

  • আপডেট সময় : ০৫:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,চুয়াডাঙ্গাঃ
দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে দীর্ঘ্যদিন ধরে নৈরাজ্যকর অবস্হা চলে আসছে।কখনো লোকাল বাসের যাত্রী উঠানো নিয়ে অটোওয়ালাদের সাথে হাঙ্গামা চলে।আবার,কখনো লোকাল বাসে যাত্রী কম হওয়াকে কেন্দ্র পরিবহণ মালিক সমিতির লেসপেন্সাররা পরিবহণে লোকাল যাত্রী উঠানো নিয়ে হাঙ্গামা করে।মাঝে বলির পাঠা হয় মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলায় চাকুরিরত কর্মকর্তা ও কর্মচারিরা।এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া চলছে।
প্রাপ্ত তথ্য মোতাবেক,মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে স্বৈরাচারের অনুগত রয়েল পরিবহণের মালিক সালাউদ্দিন ও সুগন্ধ্যা পরিবহণের মালিক আবুল কালাম নেতৃত্বাধীন মালিক সমিতি।ওই রুটে পূর্বাশা পরিবহণ,রয়েল পরিবহণ,চুয়াডাঙ্গা ডিলাক্স,গোল্ডেন লাইন,জেআর পরিবহণ,সাউদিয়া পরিবহণ,রিংকি,সোহেল,আরএ পরিবহণ শাহ ফরিদ পরিবহণসহ আরো অনেক পরিবহণ চলাচল করে।আবার,লোকাল বাস গুলো সুগন্ধা,দোয়েল,মিম,সোনারতরি,আল্লাহর দানসহ অনেক পরিবহণ চলাচল করে।তবে,অধিকাংশ পরিবহণের সুপারভািজারদের ব্যবহার, আচার আচরন খারাপ বলে অভিযোগ আছে।আবার, গাড়ি চালকরা কথা ও কাজের কোন মিল রাখে বলেও অভিযোগ রয়েছে।
মেহেরপুর- চুয়াডাঙ্গা জেলায় চাকুরি করেন এমন বেশ কয়েকজন যাত্রী প্রতিবেদকের কাছে তাদের সমস্যার কথা জানিয়ে বলেছেন যে,তারা একটু ” টাইম মেইনটেইন ” করতে অনেক দিন পরিবহণে উঠতে গেলে অপমান করে নামিয়ে দেয়।তারা মালিক সমিতি, মালিক সমিতি বলে তারাও ভয়ে থাকে।আবার আমাদেরও ভয়ে রাখে।জরিমানা র ভয় দেখায়।এতে, তারা অসম্মান ও অপমানবোধ করেন।তারা যে, মেহেরপুর কিংবা চুয়াডাঙ্গা জেলা কোন ব্যাংকার কিংবা সরকারি কর্মকর্তা।সেটা পরিবহণের সুপারভাইজারদের নিতে ইচ্ছা থাকলেও মালিক সমিতির নাম বলে অপমান করে। এমতাবস্হায়,ওইসব চাকুরিরতদের দাবি,, পরিবহণ মালিক সমিতির উচিত পরিবহণ চলাচলের জন্য “অনুমতি পত্র ” প্রদান করে সম্মানের সাথে সেবা দেয়া।
এ বিষয় নিয়ে সরকারি কর্মকর্তারা “মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে অবহিত করবেন বলে প্রস্তুতি নিতে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে পরিবহণ সেক্টরে চলছে স্বৈরাতন্ত্রের প্রতিচ্ছবি।

আপডেট সময় : ০৫:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার,চুয়াডাঙ্গাঃ
দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে দীর্ঘ্যদিন ধরে নৈরাজ্যকর অবস্হা চলে আসছে।কখনো লোকাল বাসের যাত্রী উঠানো নিয়ে অটোওয়ালাদের সাথে হাঙ্গামা চলে।আবার,কখনো লোকাল বাসে যাত্রী কম হওয়াকে কেন্দ্র পরিবহণ মালিক সমিতির লেসপেন্সাররা পরিবহণে লোকাল যাত্রী উঠানো নিয়ে হাঙ্গামা করে।মাঝে বলির পাঠা হয় মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলায় চাকুরিরত কর্মকর্তা ও কর্মচারিরা।এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া চলছে।
প্রাপ্ত তথ্য মোতাবেক,মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে স্বৈরাচারের অনুগত রয়েল পরিবহণের মালিক সালাউদ্দিন ও সুগন্ধ্যা পরিবহণের মালিক আবুল কালাম নেতৃত্বাধীন মালিক সমিতি।ওই রুটে পূর্বাশা পরিবহণ,রয়েল পরিবহণ,চুয়াডাঙ্গা ডিলাক্স,গোল্ডেন লাইন,জেআর পরিবহণ,সাউদিয়া পরিবহণ,রিংকি,সোহেল,আরএ পরিবহণ শাহ ফরিদ পরিবহণসহ আরো অনেক পরিবহণ চলাচল করে।আবার,লোকাল বাস গুলো সুগন্ধা,দোয়েল,মিম,সোনারতরি,আল্লাহর দানসহ অনেক পরিবহণ চলাচল করে।তবে,অধিকাংশ পরিবহণের সুপারভািজারদের ব্যবহার, আচার আচরন খারাপ বলে অভিযোগ আছে।আবার, গাড়ি চালকরা কথা ও কাজের কোন মিল রাখে বলেও অভিযোগ রয়েছে।
মেহেরপুর- চুয়াডাঙ্গা জেলায় চাকুরি করেন এমন বেশ কয়েকজন যাত্রী প্রতিবেদকের কাছে তাদের সমস্যার কথা জানিয়ে বলেছেন যে,তারা একটু ” টাইম মেইনটেইন ” করতে অনেক দিন পরিবহণে উঠতে গেলে অপমান করে নামিয়ে দেয়।তারা মালিক সমিতি, মালিক সমিতি বলে তারাও ভয়ে থাকে।আবার আমাদেরও ভয়ে রাখে।জরিমানা র ভয় দেখায়।এতে, তারা অসম্মান ও অপমানবোধ করেন।তারা যে, মেহেরপুর কিংবা চুয়াডাঙ্গা জেলা কোন ব্যাংকার কিংবা সরকারি কর্মকর্তা।সেটা পরিবহণের সুপারভাইজারদের নিতে ইচ্ছা থাকলেও মালিক সমিতির নাম বলে অপমান করে। এমতাবস্হায়,ওইসব চাকুরিরতদের দাবি,, পরিবহণ মালিক সমিতির উচিত পরিবহণ চলাচলের জন্য “অনুমতি পত্র ” প্রদান করে সম্মানের সাথে সেবা দেয়া।
এ বিষয় নিয়ে সরকারি কর্মকর্তারা “মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে অবহিত করবেন বলে প্রস্তুতি নিতে চলেছেন।