দামুড়হুদায় সাংবাদিককে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
- আপডেট সময় : ০৭:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে ইনতাজুল ইসলাম (৪০) নামের এক সংবাদকর্মীর হামলা, মারপিটের ঘটনা ঘটেছে। এছাড়া নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত সাংবাদিক বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি জাতীয় দৈনিক দেশ সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর লিখিত অভিযোগের বিষয়টি শাপলা নিউজকে নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মোঃ ইনতাজুল ইসলাম ও আরও দুইজন। পথে দামুড়হুদা থানার উজিরপুর গ্রামস্থ একটি মাদ্রাসার সামনে পৌঁছালে একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা মারে। এতে ইনতাজুল ও তার সঙ্গে থাকা এক আরোহী সড়কে পড়ে গিয়ে আহত হন।
পরে ইজিবাইক থেকে নেমে মোঃ মামুন (২৮), মোঃ সাইদুল্লাহ (৩০), মোঃ ইসলাম (৫০) সহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের উপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, প্রথমে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অভিযুক্তরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় মামুন মাথায় আঘাত করার চেষ্টা করলে ইনতাজুল বাম হাত দিয়ে প্রতিহত করেন, ফলে তার কনিষ্ঠা আঙুল ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও কালশিটে জখম হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর গলায় থাকা সাড়ে ১১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) ও নগদ ৩৭ হাজার ৩২০ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করেছেন ভুক্তভোগী।
আহত ইনতাজুল ইসলাম পরদিন অর্থাৎ আজ (২৯ সেপ্টেম্বর) বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকরা তার আঙুলে হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর শাপলা নিউজকে বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।