দর্শনা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটি গঠিত ,ডাঃ বশির আহবায়ক,প্রভাষক হাসান ইমাম সদস্য সচিব। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু । কুলিয়ারচরে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধার উপর আক্রমন, প্রতিবাদ করায় বাড়িছাড়া বিধবা। হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। মেহেরপুর- চুয়াডাঙ্গা রুটে পরিবহণ সেক্টরে চলছে স্বৈরাতন্ত্রের প্রতিচ্ছবি। চুয়াডাঙ্গার দর্শনার বাসস্ট্যান্ড এলাকার ওয়েল্ডিং মিস্ত্রী মনিরুলকে অপহরণ পর উদ্ধার। পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে শেষ হল শারদীয় দূর্গোৎসব। বিএনপি’র কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইতে বললেন সাবেক পৌর মেয়র। ১০টি অঞ্চলে তীব্র ঝড়ের আভাস।

চুয়াডাঙ্গায় পুরোনো ছবি ছড়িয়ে প্রতিমা ভাঙচুরের গুজব, ঘটনাস্থলে পরিদর্শনে প্রশাসন।

  • আপডেট সময় : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

শিমুল রেজা:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গুজব তৈরির চেষ্টা করা হয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করা হয়েছে—এমন কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ‘uttam div’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিমার হাত ভাঙা অবস্থার ছবি পোস্ট করে দাবি করা হয়, মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে। একইসঙ্গে ‘৬৪ জেলা সনাতনী পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপেও পোস্টটি শেয়ার হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও এম. সাইফুল্লাহ ও সদর থানার ওসি খালেদুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা দেখেন, মন্দিরে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার সাধুখা বলেন, “আমাদের মন্দিরে কোনো প্রতিমা ভাঙচুর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ছড়ানো হয়েছে তা দুই বছর আগের। আওয়ামী লীগ সরকারের আমলে তখন এ ধরনের ঘটনা ঘটেছিল। সেই ছবি ব্যবহার করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আমরা গুজবকারীদের দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, গুজব ছড়িয়ে পড়ার পরপরই প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মন্দির নিরাপদ রয়েছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ইউএনও এম. সাইফুল্লাহ, সদর থানার ওসি খালেদুর রহমান এবং পূজা উদযাপন পরিষদের নেতা হেমন্ত কুমার সিংহ রায় মন্দির পরিদর্শন করেন। তারা মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন—গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ বলেন, “পুরোনো ছবি ব্যবহার করে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। আমরা দ্রুত মন্দির পরিদর্শন করেছি ও নিরাপত্তা জোরদার করেছি। তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “গুজব ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গায় পুরোনো ছবি ছড়িয়ে প্রতিমা ভাঙচুরের গুজব, ঘটনাস্থলে পরিদর্শনে প্রশাসন।

আপডেট সময় : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শিমুল রেজা:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গুজব তৈরির চেষ্টা করা হয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করা হয়েছে—এমন কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ‘uttam div’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিমার হাত ভাঙা অবস্থার ছবি পোস্ট করে দাবি করা হয়, মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে। একইসঙ্গে ‘৬৪ জেলা সনাতনী পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপেও পোস্টটি শেয়ার হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও এম. সাইফুল্লাহ ও সদর থানার ওসি খালেদুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা দেখেন, মন্দিরে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার সাধুখা বলেন, “আমাদের মন্দিরে কোনো প্রতিমা ভাঙচুর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ছড়ানো হয়েছে তা দুই বছর আগের। আওয়ামী লীগ সরকারের আমলে তখন এ ধরনের ঘটনা ঘটেছিল। সেই ছবি ব্যবহার করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আমরা গুজবকারীদের দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, গুজব ছড়িয়ে পড়ার পরপরই প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মন্দির নিরাপদ রয়েছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ইউএনও এম. সাইফুল্লাহ, সদর থানার ওসি খালেদুর রহমান এবং পূজা উদযাপন পরিষদের নেতা হেমন্ত কুমার সিংহ রায় মন্দির পরিদর্শন করেন। তারা মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন—গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ বলেন, “পুরোনো ছবি ব্যবহার করে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। আমরা দ্রুত মন্দির পরিদর্শন করেছি ও নিরাপত্তা জোরদার করেছি। তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “গুজব ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।