কেরুজ চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের যাত্রা শুরু হবে ২০ ডিসেম্বর : আনুষ্ঠানিকভাবে বয়লারে আগুন দিলেন মিলের এমডি রাব্বিক হাসান
- আপডেট সময় : ০৫:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
জালাল উদ্দিন/তহিরুল ইসলামঃ কেরুজ চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামি ২০ ডিসেম্বর। এবারের যাত্রাই তেমন কোন সাজ-সজ্জা ও বিশেষ অনুষ্ঠানিকতার ব্যবস্থার সম্ভাবনা নেই। মিলটির চিনি কারখানায় লোকসান কমাতে ও লাভজনক করতে গ্রহন করা হয়েছে নানা মুখি পদক্ষেপ। লক্ষমাত্রায় পৌছুতে নেয়া হয়েছে ব্যপক কর্মসুচি। নবাগত ব্যবস্থাপনা পরিচালক ইক্ষু রোপন ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশী নজর দিচ্ছেন। এ চিনিকলে যোগদানের পর থেকেই ছুটছেন কৃষকদের কাছে। উদ্বুদ্ধ করছেন আখচাষে। কৃষদের সাথে সভা-সমাবেশ রেখেছেন অব্যাহত। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, আগামি ২০ ডিসেম্বর কেরুজ চিনিকলে আখ মাড়াই মরসুম চালু হবে। এ ছাড়া দেশের ৯টি চিনিকলের মধ্যে চলতি মাসের ৮ তারিখে নর্থ বেঙ্গল গতকাল ২৯ নভেম্বর রাজশাহী একই নাটোর চিনিকলের আখ মাড়াই শুরু হয়েছে। এ ছাড়া ৬ ডিসেম্বর ঠাকুরগাও, ১৩ তারিখে মোবারকগঞ্জ, একই দিনে জিল বাংলা ও ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু হবে। আগামি ২০ ডিসেম্বর জয়পুরহাট ও কেরুজ চিনিকলে আখ মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে কর্তৃপক্ষ। এ লক্ষে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে কেরুজ চিনিকলের বয়লারের সংক্ষিপ্ত আলোচনায় মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আন্তরিকতা ও নিষ্টার সাথে সকলে যদি তাদের কর্ম ক্ষমতা নিংড়ে দেন তাহলেই আমরা আশা বাদি লক্ষমাত্রা অর্জনের মাধ্যমে লাভের মুখ দেখবো। সরকারের এ মূল্যবান সম্পদ রক্ষা পেলেই এতদ্বা-অঞ্চলের কৃষক ভাইয়েরা যেমন অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবেন, তেমনি সরকারের খাতায় জমা হবে রাজস্ব। তাই আসুন সরকারের মূল্যবান এ সম্পদ রক্ষায় বেশী বেশী করে আখচাষ করি। এবারের মাড়াই মরসুমে মিলকে লাভজনক অবস্থায় পৌছুতে যা যা পদক্ষেপ গ্রহনের প্রয়োজন তা মিলেমিশে করি আমরা। কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করণে সংশি¬ষ্ট বিভাগের কর্তাদের নজর সর্বদা সজাগ থাকতে হবে। দায়িত্ব ও কর্তব্যে কারো যাতে আন্তরিকতার ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সকলকে। এ সময় উপস্থিত ছিলেন, চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল হাসান, শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম। করপোরেশনের লক্ষমাত্রা অনুযায়ি এ মরসুমে নির্ধারিত ৫ হাজার ১শ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৪৫৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে হবে। যার গড় মাড়াই হার ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ। চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার ২শ মেট্রিকটন। আগামি মাড়াই মরসুমের লক্ষে এবারের আখ রোপন মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত ১ সেপ্টেম্বর। রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়ে ৬ হাজার একর জমিতে। যার মধ্যে কৃষকের জমি ৪ হাজার ৩৯৬ ও কেরুজ নিজস্ব জমির পরিমান ১ হাজার ৬০৪ একর জমি।