সাংবাদিক হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন।
- আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:- গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট শনিবার দুপুর ১২ ঘটিকার সময় কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ রফিক উদ্দিন, কুলিয়ারচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুছা, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ নাঈমুজ্জামান নাঈম, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর হোসেন, দৈনিক মাতৃভূমির ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম,দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি ফারজানা আক্তার দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শরিফুন্নেছা শুভ্রা।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল্লাহ,
দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আলি সোহেল, স্থানীয় দৈনিক সকালের বাংলাদেশ প্রতিনিধি শাহিন সুলতানা,
দৈনিক কালের সমাজ প্রতিনিধি মোঃ সবুজ মিয়া, দৈনিক প্রলয় প্রতিনিধি রাম প্রসাদ দাস, দৈনিক কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হাসান সোহেল, টিপু মাহমুদ, নূর আহমেদ ছোটন, দন্ত ডাক্তার উদ্ধব দাসসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও সাংবাদিকদের জন্য সুনির্দিষ্টভাবে সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।