চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বেলালের বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময় : ০১:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
শাপলা নিউজ প্রতিবেদনঃ জেলা সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বেলাল হোসেনের বিরুদ্ধে অর্থনৈতিক শুমারির-২৪ প্রকল্পে বন্ধুপ্রীতির অভিযোগ উঠেছে।।এ নিয়ে সমালোচনা চলছে।।তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণের দাবী জানিয়েছে জনগন। প্রাপ্ত তথ্যে ও খোঁজ খবরে জানা গেছে,সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বেলাল হোসেন ২০১৮ সালে ওই অফিসে যোগদান করার পর থেকে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্প,কৃষিশুমারী প্রকল্প,জনশুমারি ও গৃহগননা প্রকল্প-২০২২ প্রকল্পে একটি বন্ধুমহলের কাছে জিম্মি হয়ে সুপারভাইজার পদে নিয়োগ দিয়ে আসছেন।পরিশেষে, একই ধারা অব্যাহত রেখে অর্থনৈতিক শুমারী২০২৪ প্রকল্পে ওই তিন জনকে সুপারভাইজার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছেন।ওই তিনজন হলেন- সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত, তারেকের ছেলে হিদায়েতুল্লাহ,একই গ্রামের আমির হোসেনের ছেলে রমজান হোসেন সুজন,ও একই গ্রামের আকছেদ আলীর ছেলে চঞ্চল হোসেন।এর মধ্যে নিচের দু জন কঠোর আওয়ামীলীগ সমর্থক।সূত্র মতে, উপজেলা পরিসংখ্যান অফিসার বেলাল হোসেন বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছে।এছাড়া, তিনি আসন্ন অর্থনৈতিক শুমারী প্রকল্পে খুলনা জেলার ডিসিসি হিসেবেও দায়িত্ব নিয়েছেন।তিনি একজন কঠোর আওয়ামীলীগপন্থী অফিসার হওয়ায় সবক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ বজায় রেখে আসছেন।কিন্তু, এখন পরিস্হিতি পাল্টেছে।এরপরও কিভাবে এগুলো দায়িত্ব এক সাথে পালন করছেন তা নিয়ে ক্ষোভ চলছে জনমনে। ওই অফিসারকে চুয়াডাঙ্গা জেলা থেকে অপসারণের দাবি জানিয়েছে সচেতন মহল।