চুয়াডাঙ্গার সড়কগুলোতে যানবাহনে বাঁজানো হচ্ছে হাইড্রোলিক হর্ন : স্হানীয় প্রশাসন নির্বিকার
- আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
শাপলা নিউজ প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা জেলার সড়কগুলোতে চলাচলরত যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্ণ বাঁজানোর কারণে পথচারিদের স্বাস্হগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।দিন দিন বেড়েই চলেছে কানে কম শোনা রোগীর সংখ্যা। সরেজমিনে দেখা যায়,সড়কগুলোতে বাস, ট্রাকের চালকরা যেখানে সেখানে সড়কে দূর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতার জন্য সাধারন পরিবেশ বান্ধব হর্ণ বাঁজানোর পরিবর্তে হাইড্রোলিক হর্ণ বাঁজানো হচ্ছে।এতে, মোটরসাইকেল চালক,সাইকেল আরোহী,অটো ভ্যানের যাত্রী ও সাধারন পথচারিদের হার্ট,কানে সমস্যা দেখা দিচ্ছে।হাইড্রোলিক হর্ণ বাজানো নিষেধ থাকলেও কেউ পরোয়া করছে না।দেখার যেনো কেউ নেই।স্হানীয় প্রশাসন একেবারেই কানমুখ নাড়ছেন না। দৌলতদিয়াড়ের পারভেজ জানায়- প্রকৃতপক্ষে হাই ড্রোলিক হর্ণ বাঁজানো হয় বন্য পশু থেকে সাবধানতার জন্য।মানুষ এখন এতটাই বেপরোয়া যে,হাই ড্রোলিক হর্ণ বাজানোর পরও সাইড দিতে চায় না।এমতাবস্হায়,আমাদের কি বা করার আছে।