চুয়াডাঙ্গা জেলার বিসিসিআই ও বিএডিসি পরিবেশকদের সিংহভাগই পতিত স্বৈরাচারের দোসর।প্রতিক্রিয়া।
- আপডেট সময় : ০৫:৩৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৪০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলায় বিসিসিআই ও বিএডিসি’র ৬৫ জন পরিবেশকের ৪৫ জনই পতিত স্বৈরাচার আওয়ামীলীগের নেতৃবর্গ।পতিত স্বৈরাচারের অনুগত হওয়া সত্ত্বেও আজ অবধি ৪৫ জন পরিবেশক দূর্দান্তভাবে বহাল রয়েছেন।এ নিয়ে স্বৈরাচার বিরোধী জনগন ও ভূক্তভোগী প্রান্তিক কৃষককূল চরম ভাবে ক্ষীপ্ত হয়ে উঠছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে,জুলাই রেভ্যুলেশন পরবর্তী মাস গুলোতে সরকার যখন সব কূল সঠিক ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে চলেছেন। ঠিক তখনই ইন্টেরিম গভঃ কে বিপাকে ফেলতে এবং ভাবমূর্তি নষ্ট করতে কৃষকদের মাঝে সার সংকট দেখিয়ে চলেছে।ইউরিয়া সার পাওয়া যাচ্ছে বস্তা বস্তা,ড্যাপ সার হাফ বস্তা মিললেও টিএসপি সার নিয়ে তীব্র সিন্ডিকেট করে সংকট তৈরি করে কৃষকদের মাঝে সরকারের উপর ক্ষীপ্ত করিয়ে “আগেই তো ভালো ছিলাম ” এসব মন্তব্য করাতে উসকে দিচ্ছেন পরিবেশকরা।বিসিসিআই ও বিএডিসি পরিবেশকদের গুদামে ঠিক মত টিএসপি সার না পাওয়া গেলেও বাইরের খুচরা সার ব্যবসায়ীদের গোদামে ১৩৫০ টাকার সার ১৭৫০ টাকায় অহরহ মিলছে।এসব খুচরা সার ব্যবসায়ীদের সাথে পরিবেশকদের সিন্ডিকেট সক্রিয়।
এদিকে, কৃষকরা ন্যায্য মূল্যে টিএসপি,পটাশ,ড্যাপ, ইউরিয়া না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।স্বৈরাচারের অনুগত সারের পরিবেশকদের মূলৎপাটন না করা পর্যন্ত এরা কৃষকদের সাথে ফাজলামি করতেই থাকবে।সে সাথে ইন্টেরিম গভঃ এর ভাবমূর্তি নষ্ট করছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন কি?