রহস্যজনক ভাবে মামা মারা গেলো ফেরদৌস
- আপডেট সময় : ১২:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
শাপলা নিউজ প্রতিবেদকঃ গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকার পিঠা গার্ডেন রেস্টুরেন্টে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফেরদৌস শেখ (৪৫), যিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া এলাকার বাসিন্দা। ফেরদৌসের পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন রেস্টুরেন্টের একটি রুমে ফেরদৌস শেখের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ফেরদৌস এক নারীকে নিয়ে রেস্টুরেন্টে আসেন এবং তারা একটি রুমে রাত্রীযাপন করেন। রেস্টুরেন্টের কর্মীরা জানান, বুধবার সকালে তাদের রুম ছাড়ার কথা ছিল, তবে তাদের কোনো খোঁজ না পেয়ে রুমে গিয়ে ফেরদৌসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই সময়ের মধ্যে ওই নারী রেস্টুরেন্ট ত্যাগ করেছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ঘটনার পর পুলিশ ময়নাতদন্তের জন্য মরদৌসের মৃতদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। নিহত ফেরদৌস শেখের ভাই মিজানুর রহমান অভিযোগ করেছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি দাবি করেন, ফেরদৌসের মৃত্যু পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র। এছাড়া, রেস্টুরেন্টটি সম্পর্কে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে যে, এটি খাবারের আড়ালে অবৈধ নারী ব্যবসা পরিচালনা করছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।এই ঘটনায় গোপালগঞ্জে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।