কুলিয়ারচরে সেনা সদস্যের অত্যাচারে বিপাকে বিধবা বৃদ্ধা।
- আপডেট সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭৮১ বার পড়া হয়েছে
ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে উছমানপুর ইউনিয়নের পীরপুর গ্রামে আর্মি সদস্য সাইফুল ইসলাম মোহন(৪০) ও তার ভাই তসলিম মিয়া(৩৫) এর বিরুদ্ধে রহিমা বেগম(৬০) নামে এক বিধবা বৃদ্ধা মহিলাকে হুমকি দেওয়া ও অত্যাচার করার অভিযোগ উঠেছে।
সাইফুল ইসলাম কুমিল্লা ক্যান্টনম্যন্টের সার্জেন্ট পদে কর্মরত আছেন।বর্তমানে ছুটিতে এসে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানায়, সার্জেন্ট সাইফুল ইসলাম তার আর্মির ক্ষমতার প্রভাব দেখিয়ে পাশের বাড়ির বৃদ্ধা রহিমার ঘরের সামনে চলাচলের রাস্তায় প্রায় দেড় ফুট উচু করে বাড়ির সীমানা দিয়েছেন।যেখানে বাচ্চা বয়স্ক সবাই হোচট খেয়ে আহত হচ্ছে।২১ জুন এ সীমানায় হোছট খেয়ে বৃদ্ধা রহিমা আহত হয়ে সীমানা মাটির সমান করে দিতে বললে ঐ সেনা সদস্য হুমকি দিয়ে বলেন, সীমানায় হাত দিলে জায়গা মত তুলে নিয়ে যাবো।
এ বিষয়ে স্থানীয় মেম্বার শাহ আলম জানান,আমরা মোহনকে এ সীমানা মাটির নিচে দিতে বলেছি। মোহন রাজিও হয়েছিল, কিন্তু সীমানাটা এখনো ঠিক করা হয়নি।
স্থানীয়রা জানায়, মোহন সেনা বাহিনীতে চাকরি করে বলে অনেক ক্ষনতা দেখায়।
এ বিষয়ে বৃদ্ধা রহিমা বেগম বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সার্জেন্ট সাইফুল ইসলাম মোহন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খুটি এখানেই থাকবে। সাইফুল ইসলামের মা জানান, সীমানার খুটি এটা আরো উচু করে দেওয়া হবে তবুও নিচা করবো না।
থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন জানান, তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে গিয়েছিল তদন্ত করার জন্য।